পাওলো রসি। ছবি : সংগৃহীত
ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো রসি আর নেই। ১৯৮২ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছিলেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। রসির পরিবার এই তথ্য নিশ্চিত করেছে।
পাওলো রসির স্ত্রী ফেদেরিকা কেপেলেতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রয়াত স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে ইতালিয়ান ভাষায় লিখেছেন, বিদায় চিরতরে। তবে স্বামীর মৃত্যুর কারণটি জানাননি তিনি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পাওলো রসি। এর আগে, ১৯৮২ সালে স্পেনে দলকে বিশ্বকাপ জেতানো টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় ছিলেন রসি। তার হ্যাটট্রিকেই ফেবারিট ব্রাজিলকে সেবার বিদায় করে দিয়েছিল ইতালি। এই ম্যাচটিকে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সেরা ম্যাচ মনে করা হয়।
প্রয়াত এই স্ট্রাইকার সবচেয়ে বেশি ভিসেনজার ক্লাবের হয়ে খেলেছেন। সিরিআর দল জুভেন্টাস আর এসি মিলানের হয়েও মাঠ কাঁপিয়েছেন পাওলো রসি। ক্লাবে ২৫১ ম্যাচে করেছেন ১০৩ গোল, জাতীয় দলে ৪৮ ম্যাচে ২০টি। আশির দশকে অবসরে যান তিনি। এরপর ফুটবল পণ্ডিত হিসেবে কাজ করেছেন স্কাই, মিডিয়াসেট এবং রাইয়ের মতো টিভি চ্যানেলে।
বাংলা/এনএস