হিরো আলম। ছবি : সংগৃহীত
সম্প্রতি কয়েকটি গান গেয়েছেন হিরো আলম। সেই গানগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নান রকম আলোচনা ও সমালোচনা হচ্ছে। এর মধ্যে ‘বাবু খাইছো’ শিরোনামের গান নিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গানটি নকলের অভিযোগে এই মামলটি করেন সোলস ব্যান্ডের সদস্য মীর মাসুম।
একই শিরোনামে হিরো আলমেরও আগে গান তৈরি করেন মীর মাসুম। গত রবিবার ডিজিটাল সুরক্ষা আইনের ২২-২৩-২৪ ধারায় হিরো আলমের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মীর মাসুমের পক্ষে মামলাটি দায়ের করেন আইনজীবী দিদার-উস-সালাম।
এ বিষয়ে দিদার-উস-সালাম জানান, আদালত মামলাটি তদন্তের জন্য আদালত সিআইডি’তে পাঠিয়েছেন।
জানা গেছে, ‘বাবু খাইছো’ শিরোনামে একটি গান তৈরি করেন মীর ব্রাদার্স। মীর মাসুমের সুরে গানটি গেয়েছেন তারই ছোট ভাই ডিজে মারুফ। গানটি লিখেছেনও মারুফ। এই গানটি প্রকাশের দুই মাসের মাথা একই শিরোনামে আরেকটি গান প্রকাশ করেন হিরো আলম।
মীর ব্রাদার্স অভিযোগ করেন, গানটির নাম, চুম্বক অংশ ও সুর হুবহু নকল করেছে হিরো আলম। এরপরই হিরো আলমের বিরুদ্ধে মামলা করলেন মীর মাসুম।
এ বিষয়ে মীর মাসুম জানান, এটাকে চুরি নয়, ডাকাতি বলতে হবে। যে ঘটনাটি ঘটেছে তা যেকোনো শিল্পীর জন্য অপমানের। আমি তারই বিচার চাই আইন ও রাষ্ট্রের কাছে। আশা করছি সুবিচার পাবো। অন্যের সৃষ্টি নিয়ে এভাবে আর কেউ মজা করবে না।
এদিকে গান নকলের মামলার বিষয়ে হিরো আলম জানান, মামলার বিষয়টি আমার জানা নেই। আগে বিষয়টি জেনে নিই, তারপর কি পদক্ষেপ নেবো তা চিন্তা করবো। আর আমি তো গায়ক নই, শখ করে গানটি গেয়েছি। মানুষ এটিকে ভাইরাল করে ফেলেছে, আমার আর কি করার।
বাংলা/এনএস