ফাইল ছবি
করোনার (কোভিড-১৯) ভ্যাকসিন দেয়ার পর গ্রহণকারীদের দেহে ভুল এইচআইভি শনাক্ত হয়েছে। এ ঘটনায় নিজ দেশের প্রতিষ্ঠানের সঙ্গে ভ্যাকসিন কেনার চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান সিএসএল ও ইউনভার্সিটি অব কুইন্সল্যান্ডের যৌথ উদ্যোগে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছিল।
এই ভ্যাকসিন করোনা মোকাবেলায় বেশ কার্যকরী হবে এমনটাই ধারণা করা হচ্ছিল। এমনকি প্রতিষ্ঠানটির কাছ থেকে ৫১ মিলিয়ন ডোজ ভ্যাকসিন ক্রয় করতে চেয়েছিল দেশটির সরকার। এমন খবর প্রকাশ করেছে বিবিসি।
সিএসএল ও ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড দাবি করেছে, অংশগ্রহণকারীদের এই ফলাফল ভুল ছিলো। মানে এই ভ্যাকসিন গ্রহণ করে তারা স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়েনি।
ট্রায়ালে দেখা গেছে, এই ভ্যাকসিন করোনার অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। কিন্তু কিছু ভ্যাকসিন গ্রহণকারীদের দেহে করোনার অ্যান্টিবডির সঙ্গে এইচআইভির অ্যান্টিবডিও তৈরি হয়। ফলে ভুল এইচআইভি পজিটিভ দেখায়। পরে আরো পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, তারা এইচআইভি পজিটিভ নয়।
সিএসএল ও কুইন্সল্যান্ড জানায়, এই ত্রুটি ঠিক করতে প্রায় এক বছর সময় লাগবে। তাই আপাতত ট্রায়াল বন্ধ রাখতে হচ্ছে।
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগের সচিব ব্রেন্ড্যান মার্ফি বলেন, এই ভ্যাকসিনটির কাজ করার কথা ছিলো। কিন্তু এই ভুল রিপোর্টে কিছু সন্দেহ তৈরি করেছে। যাতে আমাদের আত্মবিশ্বাসে ঘাটতি তৈরি হয়েছে।
দেশটির সরকার জানায়, তারা এখন যুক্তরাষ্ট্রের নোভাভ্যাক্সের সঙ্গে নতুন চুক্তি করবে এবং অক্সফোর্ড ও আস্ট্রাজেনেকার অর্ডারের সংখ্যা বাড়াবে।
বাংলা/এনএস