ফাইল ছবি
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাসেমীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছেন বলে আজ ১২ ডিসেম্বর, শনিবার সকালে নিশ্চিত করেছেন তার প্রেস সেক্রেটারি মুনির আহমেদ।
উল্লেখ্য, গত ১ ডিসেম্বর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন নূর হোসাইন কাসেমী। পরে গত ১০ ডিসেম্বর, বৃহস্পতিবার তার অবস্থার অবনতি ঘটলে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। ইতোমধ্যে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
আজ সকালে তার প্রেস সেক্রেটারি বলেন, ‘হুজুরের শারীরিক অবস্থা শুক্রবার রাত থেকে খারাপের দিকে গেছে। সকালে আরো বেশি সংকটাপন্ন হয়। এ অবস্থায় আল্লাহ রব্বুল আলামীনের দিকে আমরা তাকিয়ে আছি। সুস্থ করার মালিক আল্লাহ।’
এদিকে নূর হোসাইন কাসেমীর সুস্থতা কামনা করে গতকাল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী।
সংগঠনটি প্রতিষ্ঠার সময় থেকে কাসেমী সংগঠনটির ঢাকা মহানগর কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন নূর হোসাইন। পরে গত ১৫ নভেম্বর সংগঠনটির নতুন কমিটিতে তিনি মহাসচিব নির্বাচিত হন।
তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি ও আল হাইআতুল উলয়া বোর্ডের কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলা/এসএ/