জামাল ভূঁইয়া। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ফুটবলে দলের অধিনায়ক জামাল ভূঁইয়া করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বর্তমানে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন তিনি। এতে করে ভারতের আই লিগে খেলা অনিশ্চিত হয়ে গেল তার জন্য।
১২ ডিসেম্বর, শনিবার জামাল ভূঁইয়া সংবাদমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত ৪ ডিসেম্বর ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলতে কাতারে যায় বাংলাদেশ দল। ম্যাচটিতে ৫-০ গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ। এই ম্যাচের পর থেকে জ্বরে ভুগছিলেন জামাল।
এদিকে ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে খেলার কথা ছিল জামাল ভূঁইয়ার। তাই কাতার থেকে ফিরে কলকাতায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। তাই দলের বাকী খেলোয়াড় ও স্টাফরা কাতার থেকে দেশে ফিরলেও ব্যক্তিগত কারণে কয়েকদিন পর ফিরতে চান তিনি। কিন্তু এর মধ্যেই কাতারে তার নমুনা পরীক্ষা করালে করোনা পজিটিভ আসে।
বাংলা/এনএস