ফাইল ছবি
অনুমতি না নিয়ে ছেলের খতনা করানোয় অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার সাবেক স্ত্রী মডেল মারিয়া মিম। গতকাল ১২ ডিসেম্বর, শনিবার রাতে তিনি রাজধানীর গুলশান থানায় এই জিডিটি করেন বলে জানিয়েছেন তিনি।
গত বছরের অক্টোবরে এই দম্পতির সংসার ভেঙে যায়। এরপর আদালতের নির্দেশমত পালাক্রমে বাবা ও মা’র কাছে থাকছে তাদের একমাত্র সন্তান আরশ রহমান। থানায় জিডিটি করার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সন্তানের খতনা তাকে জানিয়ে করার বিষয়টি নিয়ে অভিযোগ তোলেন মিম।
বিষয়টি বর্ণনা দিয়ে মারিয়া মিম লিখেন, ‘আমাকে সিদ্দিক ফোন দিয়ে বলল, বাবুকে আজকে দাও, একটা বিয়ের প্রোগ্রামে যাব। আমি বললাম, ওকে ফাইন। দিয়ে আসলাম বাবুকে সুন্দর করে রেডি করে। একটু আগে ফোন দিল, সাউন্ড পাচ্ছি বাবু কান্না করতেছে। আমি বললাম, কী হইছে? সিদ্দিক বলল, ওরে তো সুন্নতে খতনা করালাম। ওহ, মাই গড, আমি জানতে পারব না, ওরা আমার বাচ্চাকে নিয়ে যা খুশি করতে পারে না। সুন্নতে খতনা করায়ে দিল! এটা তো একটা ক্রাইম।’
আরেকটি পোস্টে তিনি লিখেন, ‘যেখানে কোর্ট-অর্ডার বাচ্চা মর্নিংয়ে যাবে এবং ইভিনিংয়ে চলে আসবে জাস্ট থাকবে কিছুক্ষণ। আর সেখানে সে এতোবড় ডিসিশন নিয়ে নেবে উইদাউট মাই পারমিশন?’
পরে এ বিষয়ে সাবেক স্বামী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন বলে জানান মিম।
২০১২ সালের মাঝামাঝি অভিনেতা সিদ্দিকুর রহমানের সাথে বিয়ে হয় বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনীয় নাগরিক মডেল মারিয়া মিমের। এর বছরখানেক পরে এ দম্পতির ঘরে আসে পুত্রসন্তান আরশ রহমান। এরপর নানা বিষয়ে দ্বন্দ্বের জেরে গত বছরের অক্টোবরে চূড়ান্তভাবে ছাড়াছাড়ি হয়ে যায় এ দম্পতির। সে সময় মিম জানান, তিনি শোবিজ জগতে কাজ করতে চাইলেও এতে বাধা দিয়ে আসছিলেন সিদ্দিক। এসব কারণসহ দাম্পত্য কলহের জেরে তিনি বিচ্ছেদের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
বাংলা/এসএ/