ছবি : সংগৃহীত
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে অস্ত্রের মুখে বেশ কিছু শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা। একে-৪৭ সহ অন্যান্য বন্দুক নিয়ে দুর্বৃত্তরা দেশটির কাটসিনা রাজ্যের কানকারা জেলার সরকারি বিজ্ঞান মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার রাতে এই হামলাটি চালায়।
বন্দুকধারীরা সেখানে হামলা চালারোর পর সংবাদ পেয়ে দ্রুতই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে উভয়পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি হয়।
আলজাজিরা জানায়, হামলার সময় বিদ্যালয়টিতে অন্তত ৮০০ শিক্ষার্থী ছিল। যাদের অনেকেই গোলাগুলির সময় পালিয়ে যায়।
রয়টার্স জানিয়েছে, মোটরবাইকে করে এসে ওই স্থানে ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এসময় আতঙ্কে আশপাশের মানুষজন পালিয়ে যায়।
এসময় বিদ্যালয়টির বেশ কিছু শিক্ষার্থীও পালিয়ে যেতে সক্ষম হয়। অন্তত ২০০ নিখোঁজ শিক্ষার্থী পালিয়ে যাওয়ার পর ফিরে এসেছে।
সূত্রগুলো জানায়, বহু শিক্ষার্থীকে বন্দুকধারীরা ধরে নিয়ে যাচ্ছে—তারা এমন দৃশ্য প্রত্যক্ষ করেছেন।
এখনো এই হামলার স্পষ্ট কোনো কারণ জানা যায়নি। সেই সাথে জানা যায়নি হতাহতের প্রকৃত সংখ্যাও। তবে এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।
হামলার পর এখনো কতজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে তা জানতে যৌথভাবে কাজ করছে দেশটির পুলিশ, সেনাবাহিনী ও বিমান বাহিনী।
এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির মুহাম্মাদু বুহারি। তিনি ওই বিদ্যালয়টির কতজন শিক্ষার্থী নিখোঁজ আছে দ্রুত তা নির্ণয়ের নির্দেশনা দিয়েছেন।
পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সক্রিয় রয়েছে বহু সশস্ত্র গোষ্ঠী। এর মধ্যে ইসলামি স্টেট ও আল কায়েদার মতো ইসলামী জঙ্গিগোষ্ঠীগুলোও স্থানীয়ভাবে খুব সক্রিয়। তাদের লাগাতার আক্রমণে গত এক দশকে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই জঙ্গী গোষ্ঠীগুলো প্রায়ই জনপদে হামলা চালিয়ে হত্যা-ধর্ষণ-অপহরণের মতো ঘটনা ঘটিয়ে চলেয়েছ।
বাংলা/এসএ/