ফাইল ছবি
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন টিভি অভিনেতা ও প্রযোজক ইরেশ যাকের। গতকাল ১৩ ডিসেম্বর, রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।
ফেসবুকে তিনি লিখেন, ‘বন্ধুরা, আজ আমি কোভিড পজিটিভ শনাক্ত হয়েছি। গত এক সপ্তাহের মধ্যে যারা সংস্পর্শে এসেছেন তাদের নিজেদের প্রতি যত্ন নেওয়ার অনুরোধ করছি। আপনারা অবশ্যই করোনার উপসর্গের দিকে খেয়াল রাখবেন।’
জানা গেছে, বর্তমানে নিজের বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন ইরেশ যাকের।
দিন পনেরো আগেই বাবা কিংবদন্তি অভিনেতা আলী যাকেরকে হারিয়েছেন ইরেশ। এরই মধ্যে এই দুঃসংবাদ পেলেন তিনি।
বাংলা/এসএ/