অ্যামব্রুস দালামিনি। ছবি : সংগৃহীত
আফ্রিকার দেশ ইসওয়াতিনির প্রধানমন্ত্রী অ্যামব্রুস দালামিনি (৫২) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আক্রান্ত হওয়ার চার সপ্তাহ পর মৃত্যু হয় তার। ১৩ ডিসেম্বর, রবিবার স্থানীয় সময় বিকেলে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত ১৬ নভেম্বর করোনা পজিটিভ হন দালামিনি। ১ ডিসেম্বর তাকে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। দেশটির রাষ্ট্রীয় বার্তায় বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বিবিসি।
ওই প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় বার্তায় দালামিনির মৃত্যুর কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে সর্বশেষ করোনার আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
প্রসঙ্গত, দেশটির মোট জনসংখ্যা ১০ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত ছয় হাজার ৭৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মারা গেছে ১২৭ জন।
আফ্রিকার দক্ষিণাঞ্চলে স্থলবেষ্টিত ক্ষুদ্র দেশ ইসওয়াতিনি। এটি পৃথিবীর একমাত্র প্রকৃত রাজ্য বা কিংডম। ২০১৮ সালে রাজা তৃতীয় এমসোয়াতি দেশটির নাম রাখেন- কিংডম অব ইসওয়াতিনি। এর আগে ইসওয়াতিন সোজিয়াল্যান্ড নামে পরিচিত ছিলো।
বাংলা/এনএস