ফাইল ছবি
প্রথমবারের মতো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার বা ৪ হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে করোনা মহামারি সংকটের মধ্যে মাত্র আট মাসের ব্যবধানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ প্রায় ১০ বিলিয়ন ডলার বেড়েছে।
স্বাধীন হওয়ার ৫০ বছরের মধ্যে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের দ্বিগুণের বেশি রিজার্ভ এখন বাংলাদেশ ব্যাংকের। গতকাল ১৫ ডিসেম্বর, মঙ্গলবার পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ যেখানে ২০.৪০ বিলিয়ন ডলার, সেখানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৪২.০৯ বিলিয়ন ডলার—যা দেশের ইতিহাসে রেকর্ড।
গতকাল দুপুরের আগেই এই রেকর্ড ছাড়ানোর তথ্য নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম, ‘রিজার্ভের এই অর্থ দিয়ে প্রায় এক বছরের আমদানি ব্যয় মেটানো যাবে।’
রেমিটেন্স, বিদেশি ঋণ ছাড় ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারায় রেমিটেন্স ধারাবাহিকভাবে বেড়ে চলেছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা।
অপরদিকে ব্যাংকাররা বলছেন, নগদ প্রণোদনায় বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী হয়েছেন প্রবাসীরা। পাশাপাশি আমদানিতে ধীরগতি ও বিদেশি ঋণ বৃদ্ধির কারণে রিজার্ভ ধারাবাহিকভাবে বাড়ছে।
চলতি বছরের ৮ অক্টোবর দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৪০ বিলিয়ন ডলার বা ৪ হাজার কোটি টাকার কোটা অতিক্রম করে। এর দুই মাসের কিছু সময়ের মধ্যে তা ছাড়িয়েছে ৪২ বিলিয়ন ডলার।
বাংলা/এসএ/