মামুন সরকার মিঠু। ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধি :
দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের ওপর আস্থা রাখছেন তৃণমূলের সর্বোচ্চ ভোটে বিজয়ী প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যার্শী আলহাজ্ব মামুন সরকার মিঠু। বর্ধিত সভায় ৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের এই তরুণ প্রার্থী বিজয়ী হয়ে উপজেলা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন।
জানা গেছে, নির্বাচন কমিশন কর্তৃক তৃতীয় ধাপের তফসিল ঘোষণা অনুযায়ী, ৩০ জানুয়ারি কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে গত ৮ ডিসেম্বর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় উলিপুর পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হতে ১৪ জন নেতা আগ্রহ প্রকাশ করে সভায় নাম প্রস্তাব করেন। পরবর্তীতে প্রার্থীদের মধ্যে আলোচনা সাপেক্ষে ৯ জন প্রার্থী নাম প্রত্যাহার এবং ১ জন অনুপস্থিত ছিলেন।
পরে রাতে ৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহনের সিদ্ধান্ত হয়। এতে সংগঠনের ৬৯ জন সদস্যর মধ্যে ৬২ জন সদস্যসের প্রত্যেক্ষভোটে ২৫ ভোট পেয়ে প্রথম হন পৌর আওয়ামী লীগের সদস্য মামুন সরকার মিঠু। আর ১৯ ভোট পেয়ে দ্বিতীয় হন পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ১২ ভোট পেয়ে তৃতীয় হন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার ও ৫ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক নিমাই কুমার সিংহ। এর মধ্যে একটি ভোট বাতিল হয়। এদিকে তৃনমূলের ভোটে পৌর আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককে হারিয়ে উপজেলা জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন মামুন।
ছাত্রলীগ, যুবলীগ থেকে উঠে আসা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যার্শী মামুন সরকার বলেন, দীর্ঘদিন থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডের জনগনের কাছে গিয়ে সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ডগুলো তুলে ধরে দোয়া ও সমর্থন চেয়ে আসছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকেই নৌকা মার্কার প্রার্থী করবেন। তার সিদ্ধান্তের উপর আমার আস্থা রয়েছে।
বাংলা/এনএস