ফাইল ছবি
ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলেকে পেছনে ফেলে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন আর্জেন্টাইন প্লেমেকার লিওনেল মেসি।
গতকাল ১৯ ডিসেম্বর, শনিবার লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করে এই বিরল রেকর্ড নিজের করে নিলেন বার্সেলোনার প্রাণভোমরা।
এর আগে ব্রাজিলের দল সান্তোসের (১৯৫৬-৭৪) হয়ে ৬৪২টি গোল করেছিলেন পেলে। বর্তমান ক্লাব দল বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ৬৪৩টি গোল করেছেন মেসি। এর মধ্যদিয়ে ৪৬ বছরের পুরনো রেকর্ডটি নিজের করে নিলেন তিনি।
মেসির এ রেকর্ডের ম্যাচেও অবশ্য জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কাতালানরা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
ম্যাচের ২৯ মিনিটের মাথায় মৌক্তার ডিয়াখাবির গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। প্রথমার্ধের শেষ মুহূর্তে বার্সাকে সমতায় ফেরান অধিনায়ক মেসি। অতিরিক্ত সময়ে পেনাল্টিও পেয়েও মিস করে ফেলেন তিনি। মেসির নেয়া শটটি ফিরিয়ে দেনে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জাউমে ডমিনেখ।
সেখান থেকে বার্সার ফরোয়ার্ড পেদ্রির পায়ে আসে বল। সেই বল ক্রস করতে গেলে ফের উড়ন্ত বল ছুটে আসে মেসির দিকে। সেই বল হেডের মাধ্যমে জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান তিনি।
এরপর ৫২তম মিনিটে রোনাল্ড আরাউজোর গোলে এগিয়ে যায় বার্সেলোনা। তবে ৬৯ মিনিটের মাথায় ম্যাক্সিমিলানো গোমেজ গঞ্জালেসের গোল শোধ করে দিলে ম্যাচে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। বাকি সময়ে আর কোনো দলই গোল করতে পারেনি।
বাংলা/এসএ/