ছবি : বিবিসি থেকে নেয়া
ক্রিসমাসের উৎসবে করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে যুক্তরাজ্যে ফের লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ ২০ ডিসেম্বর, রবিবার থেকে দুই সপ্তাহের জন্য এই লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ ডিসেম্বর লকডাউনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে দেশটির সরকার।
এর আগে গতকাল স্থানীয় সময় ১৯ ডিসেম্বর, শনিবার বিকেলে লন্ডনসহ কয়েকটি শহরে সর্বোচ্চ পর্যায়ের বিধিনিষেধের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
বরিস জনসন বলেন, ‘আক্রান্তের সংখ্যা ভয়াবহভাবে বাড়ছে, আর তাই কঠোর বিধিনিষেধের কথা ভাবতে হলো। এবারের বড়দিন অন্যবারের মতো উদযাপন করতে পারব না আমরা।’
যেসব এলাকা লকডাউনের আওতায় থাকবে, সেসব এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সব দোকানপাট বন্ধ থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে বের না হন সে জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এক এলাকা থেকে আরেক এলাকায় ভ্রমণ সতর্কতাও জারি করা হয়েছে।’
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি যুক্তরাজ্য। সেখানে আজ ২০ ডিসেম্বর, রবিবার সকাল পর্যন্ত ২০ লাখ ৪ হাজার ২১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যা সারা পৃথিবীতে সপ্তম সর্বোচ্চ। এখন পর্যন্ত দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ষষ্ঠ সর্বোচ্চ ৬৭ হাজার ৭৫ জনের মৃত্যু হয়েছে।
বাংলা/এসএ/