ফাইল ছবি
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম শীর্ষ ব্যাংক ব্র্যাক ব্যাংক লিমিটেড তিনটি পদে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিডিজবসের ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে।
ব্র্যাক ব্যাংক লিমিটেডের টেকনোলজি ডিভিশন এবং লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশনে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে জানা যায়।
পদগুলো হলো—
১. সিনিয়র ম্যানেজার—কোর সিস্টেমস (https://hotjobs.bdjobs.com/jobs/bracbank/bracbank248.htm)
২. ম্যানেজার/সিনিয়র ম্যানেজার—এন্টারপ্রাইজ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন (https://hotjobs.bdjobs.com/jobs/bracbank/bracbank249.htm)
৩. অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার—মর্টগেজ ডকুমেন্ট সাপোর্ট টিম (https://hotjobs.bdjobs.com/jobs/bracbank/bracbank250.htm)
আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।
বাংলা/এসএ/