• বিনোদন ডেস্ক
  • ২০ ডিসেম্বর ২০২০ ১১:৫১:০৪
  • ২০ ডিসেম্বর ২০২০ ১১:৫১:০৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

ক্যান্সারে আক্রান্ত আব্দুল কাদেরের অবস্থা ভালো নয়

ফাইল ছবি

ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো নয়। তার পুরো শরীরেই ছড়িয়ে পড়েছে অগ্নাশয়ের (প্যানক্রিয়াস) ক্যান্সার।

বর্তমান অবস্থায় আব্দুল কাদেরকে কেমোথেরোপি দেয়া সম্ভব নয়। যে কারণে গুণী এই অভিনেতাকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে পরিবার। সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যায়ই ঢাকায় তার ঢাকায় আসার কথা।

চেন্নাই থেকে তার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি একটি সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। বাবার অবস্থা আগের থেকে একটু ভালো। তবে তিনি এখনো মুখে কিছু খেতে পারছেন না। নল দিয়ে স্যালাইন দেওয়া হচ্ছে তাকে। তার শরীর খুব দুর্বল তাই কেমোথেরাপি দেওয়া যাচ্ছে না।’

বেশ কিছুদিন ধরে ব্যাকপেইনের সমস্যায় ভুগছিলেন আব্দুল কাদের। দেশে থাকার সময় সিটি স্ক্যানে তার টিউমার ধরা পড়ে। কিন্তু দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসায়ও ভালো না হওয়ায় দেশের বাইরে চিকিৎসার জন্য যান তিনি।

শুরুতে সিঙ্গাপুর যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় সে পরিকল্পনা পাল্টে ভারতের চেন্নাই নিয়ে যাওয়া হয় আব্দুল কাদেরকে। গত ৮ ডিসেম্বর তাকে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, আব্দুল কাদেরের অগ্নাশয়ের ক্যান্সার ইতোমধ্যে সারা শরীরে ছড়িয়ে পড়েছে।

‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’, ‘প্যাকেজ সংবাদ’-এর মতো বহু টিভি নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। এছাড়া ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র কারণেও তিনি বেশ জনপ্রিয়।

বাংলা/এসএ/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1511 seconds.