ছবি : সংগৃহীত
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে ইন্দোনেশিয়াকে কয়েকশত কোটি ডলার সহায়তা দেয়ার লোভনীয় প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বিদেশে বিনিয়োগ বিষয়ক সরকারি সংস্থা ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডাম বোয়েলার এই তথ্য জানিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে ২১ ডিসেম্বর, সোমবার জেরুজালেমে বসে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান বোয়েলার। এমন খবর প্রকাশ করেছে আলজাজিরা।
এ বিষয়ে অ্যাডাম বোয়েলার বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্কে গড়লেই তার সংস্থা থেকে ইন্দোনেশিয়াকে দ্বিগুণ অর্থ সহায়তা দেয়া হতে পারে। বর্তমানে মুসলিম দেশটিকে ১০০ কোটি ডলার দেয়া হচ্ছে। অর্থাৎ, মার্কিন শর্তে রাজি হলেই বিশ্বের বৃহৎ এই মুসলিম দেশটিকে ২০০ কোটি ডলার বা তারও বেশি অর্থ সহায়তা দিতে পারে যুক্তরাষ্ট্র।
তিনি আরো জানান, এ বিষয়ে আমরা ইন্দোনেশিয়া সঙ্গে কথা বলছি। তারা যদি প্রস্তুত থাকে, তাহলে আমরা তাদের স্বাভাবিকভাবে যে অর্থ সহায়তা দেই, খুশি মনে তার চেয়েও বেশি দেব। এক্ষেত্রে, ইন্দোনেশিয়ার জন্য ডিএফসির অর্থ বরাদ্দ ১০০ বা ২০০ কোটি ডলার বাড়লেও অবাক হবেন না বলেও উল্লেখ করেন বোয়েলার।
প্রসঙ্গত, গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর মতো মুসলিম দেশগুলো সুসম্পর্ক গড়েছে। মার্কিন এবং ইসরায়েলি নেতাদের আশা, আগামী কিছুদিনের মধ্যে আরো কয়েকটি মুসলিম দেশ একই পথ অনুসরণ করবে।
বাংলা/এনএস