ছবি : প্রতীকী
রাজধানীর দুটি এলাকা থেকে পৃথক অভিযানে প্রায় দুই কেজি কোকেন উদ্ধার করেছে র্যাব। উদ্ধারকৃত কোকেনের মূল্য প্রায় ৬০ কোটি টাকা।
গতকাল ২২ ডিসেম্বর, মঙ্গলবার বিকালে ডেমরার কোনাপাড়া ও রাতে গুলিস্তান থেকে উদ্ধার করা হয় নিষিদ্ধ এই মাদক। এসময় এই চোরাকারবারি চক্রের ৬ সদস্যকে আটক করেন র্যাব সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০ এর সহ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে একইসঙ্গে পৃথক দুই জায়গায় অভিযান চালিয়ে দুই কেজি কোকেনসহ ছয় জনকে আটক করা হয়েছে। আপাতত আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানানো যাবে না।’
তিনি জানান, গতকাল বিকেলে প্রথমে ডেমরার কোনাপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ১ কেজি ৭০ গ্রাম কোকেন।
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাতে গুলিস্তানের হোটেল মেঘনায় অভিযান চালানো হয়। সেখান থেকে আটক করা হয় আরো তিন মাদক ব্যবসায়ীকে। ওই অভিযানে তাদের কাছ থেকে আরো ১ কেজি ৮০ গ্রাম কোকেন জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, আজ ২৩ ডিসেম্বর, বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে।
বাংলা/এসএ/