• বিদেশ ডেস্ক
  • ২৩ ডিসেম্বর ২০২০ ১৮:২৩:৩৮
  • ২৩ ডিসেম্বর ২০২০ ১৮:২৩:৩৮
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

সজনেরও রয়েছে ঔষুধিগুণ

ছবি : সংগৃহীত

আমাদের চারপাশে জানা-অজানা নানা ধরনের ফলজ, বনজ ও ঔষুধি গাছ রয়েছে। এর মধ্যে এমন কিছু গাছ রয়েছে, যেগুলো একসঙ্গে দুই কাজ করে। যার ফল রান্না করে খাওয়া যায় এবং তার পাতা মানুষের নানা ধরনের রোগের ওষুধ হিসেবে কাজ করে। তেমনই একটি উদ্ভিদ হলো সজনে।

আমাদের দেশের গ্রামগুলোতে এই সজনে গাছ সবচেয়ে বেশি দেখা যায়। এছাড়াও উপজেলা-জেলা শহরগুলোতেও কমবেশি এই গাছের দেখা মেলে। এর ফল রান্না করে খেতে খুবই সুস্বাদু। তাই বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। দীর্ঘকাল ধরেই সজনে আয়ুর্বেদিক ও ইউনানি ওষুধের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে।

এই গাছে লাগালে খুব বেশি যত্নও নিতে হয় না। জঙ্গল, মাঠ এবং রাস্তার পাশে যে কোনো স্থানে এই গাছ সহজেই বেড়ে উঠতে পারে। নিচে সজনে গাছের উপকারী দিকগুলো তুলে ধরা হলো-

১. উচ্চ রক্তচাপ ও লিভারের বিভিন্ন ওষুধে সজনে পাতা ও ফল ব্যবহার হয়।

২. সজনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে।

৩. কাচা রসুনের সঙ্গে সজনে গাছের পাতা একসাথে মিলিয়ে খেয়ে বাতের ব্যথা উপশম হয়।

৪. এই গাছের পাতা ও ফল অনেক পুষ্টিকারক বলে গবেষণায় দেখা গেছে। রুচি বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এই গাছের পাতা সহায়তা করে।

সূত্র : বিবিসি

বাংলা/এনএস

সংশ্লিষ্ট বিষয়

সজনে উপকারিতা ঔষুধি গুণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1715 seconds.