ফাইল ছবি
দেশের বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মান্নান হীরা আর নেই। গতকাল ২৩ ডিসেম্বর, বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে, গতকাল বিকেলের দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন মান্নান হীরা। দ্রুতই তাকে কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে ভর্তি করার পর তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।
দীর্ঘদিন যাবৎ পথনাটক আন্দোলনের সাথে যুক্ত মান্নান হীরা ছিলেন পথনাটক পরিষদের সভাপতি। সেইসাথে আরণ্যক নাট্যদলেরও অধিকর্তা ছিলেন তিনি। বাংলাদেশ নাট্যকার সংঘের প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন।
নাট্যকার হিসেবে ২০০৬ সালে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারও লাভ করেছেন মান্নান হীরা। প্রায় ১৫টি নাটকের রচয়িতা ছিলেন তিনি। তার রচিত অনেক নাটক মঞ্চ ও টিভির দর্শককে মুগ্ধ করেছে।
তার রচিত নাটকগুলোর মধ্যে ‘লাল জমিন’, ‘ভাগের মানুষ’, ‘ময়ূর সিংহাসন’, ‘সাদা-কালো’ ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া তার রচিত ও নির্দেশিত পথনাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা’ দেশের নানা স্থানে প্রদর্শিত হয়েছে।
নাটকের পাশাপাশি চলচ্চিত্রও নির্মাণ করেছেন মান্নান হীরা। ২০১৪ সালে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ পরিচালনা করেছেন তিনি। এছাড়া ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্যও পরিচালনা করেছেন মান্নান হীরা।
তার মৃত্যুর সংবাদে দেশের নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় নাট্যকর্মী ও নাট্যজনদের অভিভাবক মান্নান হীরার মৃত্যুর সংবাদে অনেকেই তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান।
বাংলা/এসএ/