গত ২১ নভেম্বর হামলায় নিহতদের লাশের পাশে এক স্বজনের কান্না। ছবি: সংগৃহীত
ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি গ্রামের শতাধিক মানুষকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। দেশটির মানবাধিকার সংস্থাগুলোর কমিশনের বরাতে আজ ২৪ ডিসেম্বর, বৃহস্পতিবার গার্ডিয়ান, আলজাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
গতকাল ২৩ ডিসেম্বর, বুধবার পশ্চিম ইথিওপিয়ার বেনিশানগুল-গুমুজের মেটেকেলে অঞ্চলের গুলেন জেলার বেকোজি গ্রাম হামলার ঘটনাটি ঘটে। একদিন আগেই ওই এলাকাটিতে সফর করেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, হামলাকারীরা ১০২ জন গ্রামবাসীকে হত্যা করেছে।
ইথিওপিয়ান মানবাধিকার কমিশন একটি বিবৃতির বরাতে সংবাদমাধ্যমগুলো জানায়, বেকোজি গ্রামটিতে বেশ কয়েকটি নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোকেরা বসবাস করেন। অজ্ঞাত হামলাকারীরা গুলিবর্ষণের পর ওই গ্রামের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এতে শতাধিক লোক প্রাণ হারায়। এই হামলায় আহত আরো অন্তত ৩০ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে আরো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতালের কর্তৃপক্ষ।
এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। সরকারের মুখপাত্র এর জন্য শান্তিবিরোধীদের দায়ি করেছেন। গত চার মাসে ইথিওপিয়ার বিবাদপূর্ণ ওই অঞ্চলে চারটি হামলার ঘটনা ঘটেছে। গত নভেম্বররের শেষ দিকে আরেকটি হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হন।
বাংলা/এসএ/