ছবি : বাংলা
জামালপুর প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। ২৪ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে চরআমখাওয়া ইউনিয়নের থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া এলাকার পাসান আলী ছেলে রাসেল মাহমুদ (২৪) ও মৃত হাফিজ উদ্দিনের ছেলে সাজিদ মাহমুদ। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবির এই তথ্য নিশ্চিত করেন।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. গোলাম মোস্তফা এবং এএসআই মো. তরিকুল ইসলাম চরআমখাওয়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
এ বিষয়ে ওসি মোহাব্বত কবির জানান, আটক করার সময় তার কাছে থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের অভিযুক্ত করে দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
বাংলা/এনএস