ছবি : সংগৃহীত
বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপ-কমিটিতে ঠাঁই পেয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ ও জায়েদ খান। ২৪ ডিসেম্বর, বৃহস্পতিবার ৫৪ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৯-২০২১ মেয়াদে দলটির সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি গঠিত হয়েছে।
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশিষ্ট নাট্যনির্দেশক আতাউর রহমানকে চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপিকে সদস্য সচিব করে এ উপ-কমিটি গঠন করা হয়। এছাড়াও নতুন কমিটির সদস্য হিসেবে একাধিক অভিনেতার নাম এসেছে।
এই কমিটিতে আরো যারা আছেন- সাবেক সংস্কৃতি মন্ত্রী বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর, সাবেক প্রতিমন্ত্রী অভিনেত্রী তারানা হালিম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চয়ন ইসলাম, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা ফেরদৌস আহমেদ, জায়েদ খান, হারুনুর রশিদ, এহসানুল হক মিনু, সঙ্গীতশিল্পী রফিকুল আলম এবং শুভ্র দেব।
বাংলা/এনএস