ছবি : সংগৃহীত
ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন করে আরো দুটি দলকে যুক্ত করা হবে। এর ফলে আগামী ২০২২ সালে ১০টি দলের অংশগ্রহণে আইপিএল অনুষ্ঠিত হবে। ২৪ ডিসেম্বর, বৃহস্পতিবার আহমেদাবাদে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ৮৯তম বার্ষিক সাধারণ সভায় এ সংক্রান্ত অনুমোদন দেয়া হয়।
এজন্য আইপিএলের গর্ভনিং বডিকে নতুন দুটি দল সম্পৃক্ত করতে সকল প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। তবে ২০২১ সালে অনুষ্ঠিত আইপিএলের আর চার মাস বাকি রয়েছে, তাই এই আসরে আট দল রাখার সিদ্ধান্তই চূড়ান্ত করে বিসিসিআই।
এদিকে দল পাওয়া অথবা সব প্রক্রিয়া সম্পন্ন করার প্রেক্ষিতে ৯টি দলের অংশগ্রহণেও ২০২২ সালের আইপিএল অনুষ্ঠিত হতে পারে। বিসিসিআই জানায়, বর্তমানে আইপিএলে দল রয়েছে, এমন প্রদেশ থেকে নতুন দল যোগ করা যাবে না।
এই সিদ্ধান্তের ফলে দেশটির মহারাষ্ট্র, তামিল নাডু, তেলেঙ্গানা, ওয়েস্ট বেঙ্গল, রাজস্থান, দিল্লি কিংবা চান্ডিগড় থেকে নতুন কোনো দল আসার সম্ভাবনা আর থাকছে না। তবে আহমেদাবাদ, রাজকোট, বিশাখাপত্তনম, কোচি থেকে নতুন দল আসতে পারে।
বাংলা/এনএস