ছবি : সংগৃহীত
সাবেক ইংলিশ পেসার ও জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার রবিন জ্যাকমান আর নেই। বড়দিনের উৎসবের মধ্যেই গতকাল ২৫ ডিসেম্বর, শুক্রবার ৭৫ বছর বয়সে পাড়ি জমান না ফেরার দেশে।
ব্রিটিশ-ভারতের সিমলায় ১৯৪৫ সালে জন্ম নেয়া রবিন জ্যাকম্যান ইংল্যান্ডের হয়ে খেলেছেন ৪টি টেস্ট। এতে শিকার করেছেন প্রতিপক্ষের ১৪টি উইকেট। আর ১৫ ওয়ানডেতে নিজের ঝুলিতে পুরেছেন ১৯টি উইকেট।
প্রথম শ্রেণির ৩৯৯ ম্যাচে জ্যাকম্যান শিকার করেছেন ১৪০২টি উইকেট। পাশাপাশি ৫ হাজার ৬৮১ রানও করেছেন তিনি।
ক্রিকেট থেকে অবসরের পর তিনি পাড়ি জমান দক্ষিণ আফ্রিকায়। সেখানেই নিজের জীবনের নতুন ক্যারিয়ার শুরু করেন ধারাভাষ্যকার হিসেবে। মাঠের পারফরম্যান্স আহামরি না হলেও ধারাভাষ্যে জনপ্রিয়তা অর্জন করেন রবিন জ্যাকম্যান। ২০১২ সালে তার ক্যান্সার ধরা পড়েছিল।
জ্যাকম্যানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এক টুইট বার্তায় আন্তর্জাতিক ক্রিকেটের এই নিয়ামত সংস্থার পক্ষ থেকে লেখা হয়, ‘কিংবদন্তি ধারাভাষ্যাকার তথা ইংল্যান্ডের প্রাক্তন বোলার রবিন জ্যাকম্যানের ৭৫ বছর বয়সে মৃত্যুর খবরে আমরা শোকাহত। এমন কঠিন সময় ক্রিকেটবিশ্ব তার পরিবারের পাশে রায়েছে।’
বাংলা/এসএ/