ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের হাওরাঞ্চালীয় ইটনা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন।
আজ ২৬ ডিসেম্বর, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামে দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে এ ঘটনা ঘটে।
এতে নিহতরা হলেন—শান্তিপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মিরাশ আলী (৭০) ও প্রজারকান্দা গ্রামের নূর হোসেনের ছেলে বাদল মিয়া (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, টেম্পুতে লোক উঠানোকে কেন্দ্র করে ওই দুই গ্রামের কয়েকজনের ঝগড়া হয়। এ বিষয় ছাড়াও পূর্ববিরোধের বিষয় নিয়ে রাতে আমিরগঞ্জ বাজারে দু’পক্ষের মধ্যে সালিশ হয়। সেখানে প্রজারকান্দা গ্রামের আতাউর শান্তিপুরের লোকজনের হাতে মারধরের শিকার হন। এই ঘটনার জেরে আজ সকালে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।
বিষয়টি নিশ্চিত করে ইটনা থানার ওসি মোর্শেদ জামান (বিপিএম) জানান, সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন কমপক্ষে ৩০ জন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ও নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলেও জানান তিনি।
বাংলা/এসএ/