ফাইল ছবি
অস্ত্র বিক্রি করতে গিয়ে চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছেন এক পুলিশ কনস্টেবল। গত ২৫ ডিসেম্বর, শুক্রবার রাতে তাকে নগরীর লালদীঘি পাড় এলাকার একটি হোটেল থেকে অস্ত্রসহ আটক করা হয়।
পরে গতকাল ২৬ ডিসেম্বর, শনিবার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফ।
আটক স্বরূপ বড়ুয়ার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। তিনি শিল্প পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত বলে জানিয়েছেন।
সরকারি কর্মচারী হওয়ার যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার বিরুদ্ধে মামলা হয়। কোতোয়ালি থানায় গোয়েন্দা পুলিশের এসআই বিল্লাল হোসেন বাদী হয়ে এই মামলটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, শুক্রবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল লালদীঘি পাড় এলাকার হোটেল আদরে অভিযান চালিয়ে রিভলবারসহ এক যুবককে আটক করে। অবশ্য পুলিশের উপস্থিতির খবর পেয়ে ওই যুবক হোটেল থেকে পালানোর চেষ্টা করছিল। পরবর্তীতে গোয়েন্দা পুলিশ তাকে সিঁড়ি ঘরের নিচ থেকে আটক করে। গায়ের জ্যাকেটের ভেতরে একটি ব্যাগের মধ্যে কালো রঙের রিভলবারটি রাখা ছিল।
গোয়েন্দা কর্মকর্তা শাহ মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্রের উৎস সম্পর্কে জানতে রাত থেকেই স্বরূপ বড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানান, তিনি শিল্প পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
বিক্রির জন্যই অস্ত্রটি নিয়ে হোটেল কক্ষে অবস্থান করছিলেন তিনি। তবে এই অস্ত্রের ক্রেতার সম্পর্কে এখনো সঠিক তথ্য দেননি স্বরূপ বড়ুয়া।
এদিকে শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সোলায়মানের বরাতে একটি সংবাদমাধ্যম জানায়, অভিযুক্ত স্বরূপ বড়ুয়া ৫ দিনের ছুটিতে ছিলেন। বিষয়টি জানার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে।
বাংলা/এসএ/