ফাইল ছবি
করোনাভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিনে শুয়োরের জেলটিন থাকলেও তা গ্রহণ করতে পারবেন মুসলমানরা। সম্প্রতি এক বিতর্ক কেন্দ্র করে এই অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষ। এতে করে ভ্যাকসিনে হারাম উপাদান থাকলেও তা গ্রহণ করতে আর বাধা থাকলো না মুসলমনাদের জন্য।
এ বিষয়ে কাউন্সিলের চেয়ারম্যান শেখ আবদাল্লাহ বিন বায়য়াজ জানান, যদি বিকল্প না থাকে তাহলে শুয়োরের কারণে করোনার ভ্যাকসিন গ্রহণ হারাম হবে না। কারণ, মানুষের জীবন রক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়।
কাউন্সিল আরো জানায়, করোনা কারণে পুরো বিশ্ব আজ হুমকিতে। তাই ভয়াবহ এই ভাইরাসের সংক্রমণরোধে বেশ কয়েকটি ভ্যাকসিন কার্যকর বলে পাওয়া গেছে। ভ্যাকসিনের ব্যবহৃত শুয়োরের জেলটিন ওষুধ হিসেবে বিবেচনা করা হচ্ছে, খাবার হিসেবে নয়। তাই এটি গ্রহণ করা যাবে।
মূলত ভ্যাকসিনের সাধারণ একটি উপাদান হলো জেলটিন। কিন্তু শুয়োরের জেলটিন ভ্যাকসিনে ব্যবহার করা হলে তা মুসলমানরা ব্যবহার করতে পারবে কিনা-তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, ইসলামি মতে শুয়োর বা তা থেকে তৈরি পণ্য হারাম।
বাংলা/এনএস