ফাইল ছবি
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ১৯টি পদে লোক নিয়োগ দেয়া হবে। প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসমূহে তাদের নিয়োগ দেয়া হবে বলে গত ২৩ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুসারে, সিনিয়র গবেষণা কর্মকর্তা, প্রভাষক, কোচসহ ১৯টি পদে মোট ১৯ জনকে নিয়োগ দেয়া হবে।
রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদগুলোতে আগামী বছরের ২৪ জানুয়ারি মধ্যে আবেদন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
যে পদে নিয়োগ দেয়া হবে সেগুলো হলো—
সিনিয়র গবেষণা কর্মকর্তা (স্পোর্টস মেডিসিন) বিকেএসপি: ১টি, প্রভাষক (ইংরেজি) বিকেএসপি: ১টি, প্রভাষক (আইসিটি) বিকেএসপি: ১টি, প্রভাষক (ইসলামি শিক্ষা) বিকেএসপি: ১টি, কোচ (টেনিস), বিকেএসপি: ১টি।
এ ছাড়া কোচ (ক্রিকেট) আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্র দিনাজপুর: ১টি, কোচ (ফুটবল) আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্র দিনাজপুর : ১টি, কোচ (কাবাডি) আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্র ১টি, কোচ (ভলিবল) আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্র: ১টি, স্টোরকিপার বিকেএসপি: ১টি, রেকর্ডকিপার বিকেএসপি: ১টি, হিসাব করণিক বিকেএসপি: ১টি, গাড়িচালক (ভারী) বিকেএসপি: ১টি, সহকারী কোচ কাম কেয়ারটেকার (শুটিং) বিকেএসপি: ১টি, বাবুর্চি আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্র, দিনাজপুর: ১টি, অফিস সহায়ক বিকেএসপি: ১টি, নিরাপত্তা প্রহরী বিকেএসপি: ১টি, হোস্টেল বেয়ারার বিকেএসপি: ১টি এবং গ্রাউন্ডম্যান বিকেএসপি: ১টি।
বাংলা/এসএ/