ছবি : সংগৃহীত
বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা লিওনের মেসি ও লিভারপুলের মিসরীয় তারকা মহম্মদ সালাহকে পেছনে ফেলে শতাব্দীর সেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
গতকাল ২৭ ডিসেম্বর, রবিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ড-২০২০ অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। ২০০১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বিশ বছরে ফুটবলারদের পারফর্মেন্স আর ২১ মিলিয়ন সমর্থকদের ভোটে প্লেয়ার অব দ্য সেঞ্চুরি নির্বাচিত হন তিনি। এই পথে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন লিওনেল মেসি, মহম্মদ সালাহ ও রোনালদিনহো’র মতো তারকা ফুটবলাররা।
শতাব্দী সেরার পুরস্কার হাতে নিয়ে রোনালদো বলেন, ‘যারা আমাকে এই সম্মানের জন্য নির্বাচিত করেছেন, তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। এই পুরস্কার নতুন উদ্যমে লড়াই করতে প্রেরণা দেবে।’
তিনি বলেন, ‘এতো বড় আয়োজন আর সেরা সব ফুটবলারদের সামনে এ পুরস্কারটি পেয়ে সম্মান বোধ করছি। আশা করছি পরের বছরও সেরার পুরস্কার জিতবো।’
এই পুরস্কারকে ব্যতিক্রমী উল্লেখ করে সিআর সেভেন বলেন, ‘আশা করি আরো কয়েক বছর খেলতে পারব।’
যে পরিস্থিতির মধ্যে দিয়ে এখন গোটা পৃথিবীকে এগোতে হচ্ছে, সেই ছবিও পাল্টে যাবে— এমন আশা করে তিনি বলেন, ‘আমরা সবাই আগের মতো আনন্দ করতে পারব।’
একই মঞ্চে ফিফা দ্য বেস্টের মতো বর্ষসেরা হয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি। বছরের সেরা কোচ হয়েছেন বায়ার্নের হ্যান্সি ডিয়েটের ফ্লিক। তাদের ক্লাবই জিতেছে বর্ষসেরা ক্লাবের পুরস্কার। আর ক্লাব অব দ্য সেঞ্চুরি পুরস্কারে ভূষিত হয়েছে রিয়াল মাদ্রিদ। বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন সাবেক স্প্যানিশ গোলকিপার ইকার ক্যাসিয়াস।
বাংলা/এসএ/