ছবি : সংগৃহীত
বিয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সেই বিয়ে আর স্বল্প সময়ের মধুচন্দ্রিমার বিরতি সেরে ফের কাজে ফিরেছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। গতকাল ২৭ ডিসেম্বর, রবিবার থেকে তিনি একটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন। মাসখানেক কোনো কাজই করেননি এই শিল্পী।
জাকির হোসেন উজ্জ্বলের রচনা ও মুসাফির রনির পরিচালনায় ‘তোলপাড়’ নামের ধারাবাহিক নাটকের শুটিংয়ে গতকালই যোগ দিয়েছেন অপর্ণা।
এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘প্রায় এক মাসের বিরতির পর কাজে ফিরলাম। চিরচেনা জীবনে ফিরে বেশ ভালো লাগছে। সহকর্মীরা সবাই শুভেচ্ছা জানালো।’
জরুরি কাজে তার বর সত্রাজিৎ দত্তও জাপান চলে গেছেন বলে নিশ্চিত করেন তিনি। অপর্ণা বলেন, ‘হ্যাঁ, গত ২৫ ডিসেম্বর ও জাপান চলে গেছে। শুনেছি, বিয়ে করলে নাকি সময় ভালো কাটে। তার প্রমাণ পেলাম। ওর সঙ্গে থাকা দিনগুলো এখন খুব মিস করি। ওকে খুব মিস করছি। তবে কিছু করার নেই। ওর ওখানে কাজ আছে, তাই ওকে যেতে হয়েছে।’
আগামী বছর মে মাসে ফের সত্রাজিতের দেশে ফেরার কথা রয়েছে। তখনই দেশের বাইরে মধুচন্দ্রিমায় যেতে পারেন তারা।
গত ১০ ডিসেম্বর পারিবারিকভাবে অপর্ণা ঘোষের বিয়ে হয় জাপানপ্রবাসী আইটি ইঞ্জিনিয়ার সত্রাজিৎ দত্তের সাথে। বিবাহপূর্ব আয়োজনের জন্য বিয়ের প্রায় ১৫ দিন আগে থেকে শুটিং বন্ধ করে দেন অপর্ণা। এরপর বিয়ে ও ছোট্ট সময়ের মধুচন্দ্রিমা শেষে ফের নিজের কাজে ফিরলেন তিনি।
বাংলা/এসএ/