মো. আবুল খায়ের খান। ছবি : সংগৃহীত
খুলনার চালনায় পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণকালে বিএনপির মেয়র পদপ্রার্থী মো. আবুল খায়ের খানের মৃত্যু হয়েছে। ২৮ ডিসেম্বর, সোমবার বিকালে ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন থেকে করোনায় আক্রান্ত হন বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আবুল খয়ের খান। তখন থেকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। আর আজ সোমবার বিকেল সোয়া তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
এর আগে সোমবার দুপুর পৌনে ২টায় ভোট বর্জনের ঘোষণা দেন ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট আব্দুল মান্নান খান।
এ বিষয়ে আব্দুল মান্নান খান জানান, সাধারণ ভোটারদের ভোট জোরপূর্বক ক্ষমতাসীন দলের প্রার্থীদের প্রতীকে দিয়ে দেয়া ও ভোট গ্রহণ কর্মকর্তাদের সহায়তায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ায় বিএনপি। সকাল ৮টায় ভোট গ্রহণের পর থেকে চালনা পৌরসভার বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলছিল বিএনপি নেতাকর্মীরা।
বাংলা/এনএস