• বিনোদন প্রতিবেদক
  • ২৮ ডিসেম্বর ২০২০ ২০:৫০:৫৫
  • ২৮ ডিসেম্বর ২০২০ ২০:৫২:৩০
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

কন্যাসন্তানের জন্ম দিলেন অপি করিম

অপি করিম। ছবি : সংগৃহীত

মা হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। তিনি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। ২৮ ডিসেম্বর, সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এই সন্তানের জন্ম দেন তিনি। অপির মা শাহান আরা করিম গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে শাহান আরা করিম জানান, গতকাল রবিবার বিকেলে অপি করিমকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে অস্ত্রোপচারের মাধ্যমে অপির কন্যাসন্তানের জন্ম হয়। নাতনি হওয়াতে ভীষণ আনন্দও প্রকাশ করেন তিনি।

তিনি আরো জানান, মা ও মেয়ে দুজনই সুস্থ আছে। একই সঙ্গে সবার কাছে মেয়ে ও নাতনির জন্য দোয়া চেয়েছেন শাহান আরা করিম।

প্রসঙ্গত, চার বছর আগে স্থপতি ও পরিচালক এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী ও স্থপতি অপি করিমের পারিবারিকভাবে বিয়ে হয়। তারা দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০৪ সালে ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয়ের জন্য অপি আর নির্ঝর পরিচালিত ‘আহা’ ছবি শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

বাংলা/এনএস

সংশ্লিষ্ট বিষয়

মা কন্যাসন্তান অপি করিম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1509 seconds.