ফাইল ছবি
করোনাভাইরাসের জন্য প্রোটোকলের জটিলতায় গত অক্টোবরে বাতিল হওয়া বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরটির সময়সূচি প্রায় চূড়ান্ত করেছে দুই দেশের বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আগামী এপ্রিলে তিন টেস্টের এই সফরটি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। তবে শ্রীলঙ্কান ক্রিকেটের (এসএলসি) এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, একটি টেস্ট কমিয়ে মে মাসে হবে সিরিজটি।
বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, বায়োবাবলের অধীনে দুটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে কাজে দিবে।
এরপরই লঙ্কা সফরের জন্য টাইগার ক্রিকেটাররা প্রস্তুতি নেবে। স্থগিত হওয়া সফরটি এপ্রিলে মাঠে গড়াতে পারে বলেও জানান তিনি।
অপরদিকে শ্রীলঙ্কান ক্রিকেটের সহসভাপতি রাভিন বিক্রমারত্নে’র বরাতে একটি বাংলাদেশি টিভি চ্যানেল জানিয়েছে, ওই সফরটি মে মাসে অনুষ্ঠিত হবে। তবে ওই সফরে টেস্ট একটি কমে হবে ২ ম্যাচের সিরিজ হবে বলেও জানান তিনি।
গত জুলাইয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ৩ ম্যাচের সিরিজ খেলতে টাইগারদের শ্রীলঙ্কা সফরের কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর কারণে তা স্থগিত করে দুই বোর্ড। পরে তাদের আলোচনায় সিরিজটি অক্টোবরে হওয়ার কথা ছিল।
কিন্তু কোয়ারেন্টিন ইস্যুতে দুই বোর্ডের মতবিরোধ খানিকটা তিক্ততায় গড়ায়। এসএলসি’র কড়া কোয়ারেন্টিনের শর্ত বিসিবি প্রত্যাখ্যান করে। এতে সফরটির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ে।
এরপরই বায়োবাবলের মধ্যে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েটি টুর্নামেন্ট, করোনাকালে ব্যাক টু ব্যাক টুর্নামেন্ট আয়োজনে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলা/এসএ/