দীপু মনি। ফাইল ছবি
আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এছাড়াও ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা (এসএসসি) জুন মাসে অনুষ্ঠিত হতে পারে বলেও জানান তিনি। ২৯ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ বিষয়ে দীপু মনি বলেন, করোনা (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ক্লাস হতে পারে। এ সময়ে পিছিয়ে পড়া সিলেবাস শেষ করা হতে পারে। সিলেবাস ছোট করে আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হতে পারে। তাই সিলেবাস ছোট করার জন্য কাজ চলমান রয়েছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
আগামী বছরের এসএসসি পরীক্ষার বিষয়ে তিনি বলেন, করোনা মাহামারীর কারণে ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা (এসএসসি) পেছানো হচ্ছে। পরিস্থিতি অনুকূলে থাকলে নতুন বছরের জুন মাসে এসএসসি পরীক্ষা নেয়া হতে পারে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, ২০২০ সালের এইচএসসির ফলাফল নিয়ে কারো আপত্তি থাকলে আপিল করা যাবে। এছাড়া এইচএসসির ফল ঘোষণার জন্য বিশেষ অধ্যাদেশ জারি করতে হবে। ফলাফল প্রস্তুতের জন্য ইতোমধ্যে ৮ সদস্যের পরামর্শক কমিটি টিমে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, মহামারীর কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার। এরপর কয়েক দফায় ছুটি বাড়িয়ে তা ১৬ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এমনকি প্রতিবছর ১ জানুয়ারির বই উৎসব হলেও মহামারীর কারণে এ বছর তা আর হচ্ছে না।
বাংলা/এনএস