ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক:
যষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সরকারের বেঁধে দেয়া ১১ বছরের প্রজ্ঞাপন স্থগিত করেছে হাইকোর্ট। পাশাপাশি ভর্তির আবেদনের সময় ৭ কর্মদিবস বৃদ্ধির সুযোগসহ সার্ভারটি আপডেট করতে আদেশ দিয়েছেন আদালত। সরকারের জারি করা এ প্রজ্ঞাপন কেন বে-আইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
২৯ ডিসেম্বর, মঙ্গলবার এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মো: খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারী মিজানুর রহমানের আইনজীবী আইনুননাহার সিদ্দিকা গণমাধ্যমের কাছে আদালতের আদেশের বিষয়টি জানান।
এ বিষয়ে আইনুননাহার সিদ্দিকা বলেন, ২০১৭ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ১১ বছরের বিষয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেন। সেই প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে আমরা রিট আবেদন করি। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এই রিটের শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে বিবাদী করা হয়েছে।
বাংলা/এনএস