ছবি : সংগৃহীত
অনেকেই বাড়িতে কুকুর, বিড়াল, খরগোশসহ বিভিন্ন পাখি পালেন। এগুলোকে মানুষ পোষও মানাতে পারে। এর মধ্যে কুকুর ও বিড়াল খুব প্রভু শক্ত হয়। যদি বনের প্রাণী সজারু এমন পোষ মানে? অবাক শোনালেও এমনটাই ঘটেছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সাঁওতালপাড়ায়।
সেখানে বনের সজারুকে পোষ মানিয়েছেন এক স্থানীয় বাসিন্দা সামাই সাঁওতাল। এমনকি এলাকার লোকজনের সঙ্গে সজারুটির দারুণ ভাব হয়েছে। মনের মতো ঘুরে বেড়ায় সজারুটি। তাকে দেখতে অনেকে ভিড় করছেন ওই সাঁওতালপাড়ায়।
পানছড়ির সাঁওতালপাড়ায় সজারুটি বড় হচ্ছে মানুষের ভালোবাসায়। সেখানকার বাড়িতে দৌড়ে বেড়াচ্ছে সজারু ছানাটি। তার চলার পথে কেউ বাধা দিলেই পুরো গা জুড়ে মেলে দেয় শতাধিক কাটা।
এ বিষয়ে সামাই সাঁওতালের ছেলে বর্ষ সাঁওতাল জানান, সব ধরনের খাবার দিলেই খায়। তবে বাঁশকুড়ল, ভাত, দুধ বেশি পছন্দ করে বলেও জানান তিনি।
সামাই’র স্ত্রী জবা বলেন, প্রায় তিন মাস আগে জঙ্গলে তরকারি খুঁজতে গিয়ে সজারুর ছানাটিকে পানিতে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে আসেন তিনি। সেটি আজ অনেক বড়ো হয়েছে। ঘরের এক কোনে বিছিয়ে দেয়া খড়ে মন চাইলে ঘুমায়। সজারুটি এখন তাদের পরিবারের সদস্যের মতো। সবাই তাকে আদর করে। গায়ে হাত বুলিয়ে দিলে মনের আনন্দে ঘুমায় প্রাণীটি।
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুল আফসার বলেন, সজারু পোষ মানার বিষয়টি আশ্চর্যজনক ঘটনা। এই প্রাণী তো লোকালয়ে পোষ মানার কথা না। এরা সাধারণত পাহাড়ের গর্তে থাকে।
বাংলা/এনএস