ছবি : সংগৃহীত
সিরিয়ায় চোরাগোপ্তা হামলায় অন্তত ২৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ৩০ ডিসেম্বর, বুধবার দেশটির দেশটির পূর্বাঞ্চলে দেইর আল জোর প্রদেশে একটি বাসে এই হামলা চালানো হয়। তবে নিহতরা সরকারপন্থি মিলিশিয়া এবং সেনা সদস্য বলে দাবি করা হচ্ছে।
এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ ওই হামলার জন্য জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে। একই সঙ্গে তারা দাবি করছে, এই হামলায় ৩৭ সেনা নিহত হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, পরিকল্পিতভাবে বাসে হামলা চালানো হয়েছে। ইসলামিক স্টেটের সদস্যরা চোরাগোপ্তা হামলা চালিয়েছে। সরকারপন্থি মিলিশিয়া এবং সেনা সদস্যদের বহনকারী তিনটি বাস লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। তবে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, নিহতদের সবাই বেসামরিক নাগরিক।
এদিকে সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, সিরীয় বাহিনীর সদস্যদের বহনকারী বাসে ওই হামলা চালানো হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় আইএস। পশ্চিমাঞ্চলীয় সিরিয়া থেকে পূর্বাঞ্চলীয় ইরাকের প্রায় ৮৮ হাজার বর্গ কিলোমিটার তাদের নিয়ন্ত্রণে ছিলো। এরপর পাঁচ বছর ধরে যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের সহায়তায় স্থানীয় বাহিনীগুলো নিজেদের ভূমির নিয়ন্ত্রণ ফিরে পায়।
বাংলা/এনএস