ছবি : প্রতিকী
আমার নানা কারণেই প্রতিদিন গুগল সার্চ করে থাকি। কিন্তু এতে ঘটতে পারে মহাবিপদ! নিমেষেই আপানর অ্যাকাউন্টের সমস্ত টাকা হারাতে পারেন। অবাক শোনালেও এমনটাই ঘটেছে ভারতের রাজধানী দিল্লির এক ব্যক্তির সঙ্গে। গুগলে সার্চকালে সামান্য ভুলে হারিয়েছেন ৮০ হাজার রুপি।
একটি কুরিয়ার কোম্পানির কাস্টোমার কেয়ারের নম্বর খোঁজার জন্য গুগলে সার্চ করেছিলেন ওই ব্যক্তি। আর সেই নম্বরে ফোন করতেই সাইবার অপরাধীদের খপ্পড়ে পড়ে যান তিনি। আর ফোনটি সোজা চলে যায় সাইবার অপরাধীদের কাছে। এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবামাধ্যম এই সময়।
ওই প্রতিবেদনে বলা হয়, সেই ফোনালাপের মধ্যে দিয়েই ওই ব্যক্তির সমস্ত জরুরি তথ্য জেনে নিয়ে গুগল শিটে নথিভুক্ত করতে থাকে সাইবার অপরাধীরা। আর তারপর টিমভিউয়ার কুয়িকসার্পোট’র লিঙ্ক পাঠিয়ে তাকে সেটি ডাউনলোড করার নির্দেশ দেয় প্রতারকরা। এরপর স্ক্যামারেরা ওই ব্যক্তির ঠিকানা এবং ব্যাংকের সব তথ্য সম্পর্কে জানতে, তাকে মাত্র দুই টাকার একটি ট্রান্জাকশন করতে বলে। আর তার তথ্য গুগল ডকেও লিপিবদ্ধ করে নেয় তারা।
এদিকে স্ক্যামারেরা জানায়, তিনি ততক্ষণ ক্যুরিয়ার সার্ভিস থেকে ডেলিভারি পাবেন না, যতক্ষণ না পুরো টাকা পরিশোধ করছেন। সেই দুই টাকার ট্রান্জাকশনের জন্য প্রতারকেরা ওই ব্যক্তিকে ডেবিট কার্ড ব্যবহার করতে বলেন। এতে করে কার্ডের সমস্ত তথ্য তারা পেয়ে যান তারা।
টিমভিউয়ার কুয়িকসার্পোট’র সাহায্যে প্রতারকেরা ওই ব্যক্তির স্মার্টফোনের ডিসপ্লে নজরে রাখছিল। ফোন থেকে তিনি কি কি করছেন, কাকে মেসেজ পাঠাচ্ছেন। এরপরই ওই ব্যক্তির ফোনে একটি ওটিপি (OTP) নম্বর আসে। যা টিমভিউয়ার’র মাধ্যমে দেখতে পায় প্রতারকেরা। আর এ সময়ই ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার টাকা কেটে নেয়া হয়। আর পরক্ষণেই স্ক্যামারেরা জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধানে আরো ৪০ হাজার টাকার হাতিয়ে নেয় প্রতারকেরা। এভাবে মোট ৮০ হাজার টাকা হারিয়ে ফেলেন দিল্লির ওই ব্যক্তি।
বাংলা/এনএস