ব্যারিস্টার মওদুদ আহমদ। ফাইল ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ হাসপাতাল ভর্তি। গত মঙ্গলবার থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন তিনি। রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ায় তাকে সেখানে ভর্তি করা হয়।
২ জানুয়ারি, শনিবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে শায়রুল কবির জানান, ব্যারিস্টার মওদুদ আহমদের রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল। এখন তিনি অনেকটা সুস্থ। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
তিনি আরো জানান, ব্যারিস্টার মওদুদ আহমদ ভর্তির পর তার দুই বার করোনা (কোভিড-১৯) পরীক্ষা করা হয়েছে। দুবারই রিপোর্ট নেগেটিভ এসেছে। তার ব্যাপারে চিকিৎসকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এছাড়াও ব্যারিস্টার মওদুদ আহমদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানিয়েছেন শায়রুল কবির।
বাংলা/এনএস