ছবি : সংগৃহীত
ইসরায়েলে ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন নেয়ার পর ২৪০ জন করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। এই ভ্যাকসিন গ্রহণের কয়েকদিন পরই তারা ভাইরাসে আক্রান্ত হয়। মূলত এই ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হয়। তারা সবাই প্রথম ডোজ নিয়েছে।
তবে ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন নেয়ার পরপরই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। নিয়ম অনুযায়ী দুই ডোজ নিতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে রাশিয়ান টাইমস।
ফাইজার জানায়, এই ভ্যাকসিনের প্রথম ডোজের ৮ থেকে ১০ দিন পর করোনা প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে এবং ধীরে ধীরে ৫০ শতাংশ পর্যন্ত সংক্রমণের ঝুঁকি কমে যায়। এর ২১ দিনের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে হয়। দুটি ডোজ নেয়ার সাত দিন পর ৯৫ শতাংশ করোনার প্রতিরোধে ভ্যাকসিনটি কার্যকর। এর পরেও ৫ শতাংশ করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়।
ইসরায়েলে ইতোমধ্যে এক লাখ মানুষকে জরুরিভিত্তিতে ফাইজারের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হয়েছে। দেশটির গণমাধ্যমে ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ নেয়ার পরেও করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। করোনার ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রেও জনগণকে সচেতন হতে বলা হয়েছে।
বাংলা/এনএস