সৌরভ গাঙ্গুলি ও নাগমা। ছবি : সংগৃহীত
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও দেশটির জাতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি। ২ জানুয়ারি, শনিবার হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়।
সৌরভ গাঙ্গুলির অসুস্থ হওয়ার খবর ইতোমধ্যে দেশসহ সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। এই খবর পেয়ে তার সুস্থতা কামনায় সামাজিক মাধ্যমে টুইট করেছেন অভিনেত্রী নাগমা। সাবেক প্রেমিকের হার্ট অ্যাটাকের খবরে চুপ থাকতে পারেননি দক্ষিণী সিনেমার এই অভিনেত্রী। এমন খবর প্রকাশ করেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
ওই টুইটে নাগমা লিখেছেন, দ্রুত আরোগ্য কামনা করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। অনেক প্রার্থনা রইলো।
প্রসঙ্গত, ২০০০ সালে নাগমা ও সৌরভ গাঙ্গুলির সম্পর্কের কথা সামনে আসে। ওই সময় ক্যারিয়ারের উচ্চ স্থানে থাকায় তারা কেউ এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
তবে দীর্ঘ নীরবতা ভেঙে গত বছর নাগমা বলেন, সবকিছুর ঊর্ধ্বে ক্যারিয়ার। সেই ক্যারিয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবন থাকায় সরে আসাটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। একসঙ্গে থাকার চেয়ে এবং একটা আবেগের সফরে নামার আগে অনেক কিছুর তুল্যমূল্য বিচার করার প্রয়োজন ছিলো।
বাংলা/এনএস