• বিদেশ ডেস্ক
  • ০৩ জানুয়ারি ২০২১ ১০:১৪:৫৪
  • ০৩ জানুয়ারি ২০২১ ১০:১৪:৫৪
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

নাইজারের দুই গ্রামে জঙ্গি হামলায় নিহত ৭৯

ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দুটি গ্রামে জঙ্গিদের হামলায় অন্তত ৭৯ জনের নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আজ ৩ জানুয়ারি, রবিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচে আলহাদা’র বরাতে বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মালি সীমান্তের কাছের চোম্বাঙ্গৌ ও জারোমদারিয়ে গ্রামে হামলা চালায় জঙ্গিরা। এর মধ্যে চোম্বাঙ্গৌতে ৪৯ জন নিহত হওয়ার পাশাপাশি আরো ১৭ জন আহত হয়েছেন। অপরদিকে জারোমদারিয়ে গ্রামের ৩০ জনকে হত্যা করেছে জঙ্গিরা।

স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচে আলহাদা জানিয়েছেন, হামলার সংবাদ পাওয়ার পরপরেই গ্রাম দুটিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

আফ্রিকার সাহেল অঞ্চল সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি জঙ্গি হামলার মুখোমুখি হয়েছে। গতকাল ২ জানুয়ারি, শনিবারই মালিতে দুই ফরাসি সেনা নিহত হওয়ার তথ্য জানিয়েছে ফ্রান্স। ঘণ্টা কয়েক আগেই পৃথক হামলার ওই দুই সেনা হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা।

জিহাদি গোষ্ঠী বোকো হারাম ভূবেষ্টিত নাইজারেও সক্রিয় রয়েছে। গত মাসেই দক্ষিণ-পূর্ব ডিফফা অঞ্চলে হামলা চালিয়ে ২৭ জনকে হত্যা করেছে তারা।

বাংলা/এসএ/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1591 seconds.