ছবি : সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে দেশে ফিরেছেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আজ ৩ জানুয়ারি, রবিবার সকালে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
এক বছরের নিষেধাজ্ঞা শেষে গত নভেম্বর-ডিসেম্বরে বিসিবি আয়োজিত বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে মাঠে ফেরেন সাকিব। জেমকন খুলনার জার্সিতে ওই টুর্নামেন্টটি তেমন ভালো যায়নি তার। এরই মধ্যে তার দল ফাইনালে ওঠে। তবে ফাইনালের আগেই যুক্তরাষ্ট্রপ্রবাসী শ্বশুরের অসুস্থতার সংবাদে দ্রুত সে দেশে রওনা হন সাকিব। তিনি পথে থাকা অবস্থায়ই অবশ্য মারা যান তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বাবা।
এদিকে আগামী ৬-৭ জানুয়ারি থেকে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। আজ-কালের মধ্যে সিরিজের প্রাথমিক দল ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ দলের প্রাণভোমরা সাকিব আল হাসান।
বাংলা/এসএ/