জাহিদ মালেক। ফাইল ছবি
ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে করা চুক্তি অনুযায়ীই অক্সফোর্ডের তৈরি করোনার (কোভিড-১৯) ভ্যাকসিন বাংলাদেশ পাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আশ্বস্ত করেছে বলেও জানিয়েছেন তিনি।
মূলত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার ভ্যাকসিন ভারতে তৈরি করছে দেশটির সেরাম ইনস্টিটিউট। ৪ জানুয়ারি, সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী
এ বিষয়ে জাহিদ মালেক বলেন, বাংলাদেশের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি আছে, সেই অনুযায়ী ভ্যাকসিন পাবো। চুক্তি হলে ভ্যাকসিন দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। সবার সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন- আপনারা চুক্তি অনুযায়ী ভ্যাকসিন পাবেন।
তিনি আরো জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা হয়েছে। তারা আশ্বস্ত করেছে। তারা জানিয়েছে- আশাহত হবেন না। আমরা আশাবাদী।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন পাওয়ার জন্য সরকার সকল প্রকার পদক্ষেপ সম্পন্ন করেছে। ভ্যাকসিনের দাম বাবদ অর্থ ছাড়ের বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে। এটা প্রায় ১২০ মিলিয়ন ডলার।
প্রসঙ্গত, জানুয়ারির শেষ দিকে বা আগামী মাসের শুরুতে সিরাম ইন্সটিটিউটের কাছ থেকে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা বাংলাদেশের। এজন্য ৬০০ কোটি টাকা অগ্রিম সিরামের অ্যাকাউন্টে গতকাল রবিবার জমাও দেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু এরপর দিনই ভ্যাকসিন রপ্তানিরতে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার।
বাংলা/এনএস