ফাইল ছবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য প্রাথমিক ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে এই দলে সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে রাখা হয়নি। ৪ জানুয়ারি, সোমবার ২৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে নিজেদের দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এই সফরে নিয়মিত ক্রিকেটারদের পাঠাচ্ছে না দেশটির ক্রিকেট বোর্ড। তবে পূর্ণশক্তির দলই ঘোষণা করেছে বিসিবি।
তবে মাশরাফির বিষয়ে মিনহাজুল আবেদীন নান্নু জানান, মাশরাফির সঙ্গে আলোচনা করেই দল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মাশরাফীর থাকা না থাকা নিয়ে কোন ভুল বোঝাবুঝি নেই। তার জায়গায় নতুনরা ভালো করার সুযোগ পাবে।
বিসিবির’র ঘোষিত ২৪ সদস্যের ওয়ানডে দলে রয়েছেন- তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলী চৌধুরী, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান ও রুবেল হোসেন।
আগামী ৮ জানুয়ারি কোচিং স্টাফরা ঢাকায় আসবেন। আর ১০ জানুয়ারি থেকে মাঠের অনুশীলন শুরু করবেন টাইগাররা। এরপর ২০ জানুয়ারি মিরপুরে প্রথম ওয়ানডের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল।
বাংলা/এনএস