ছবি : সংগৃহীত
দেশে বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। বিভিন্ন মিউজিক ভিডিও, নাটক ও বিজ্ঞাপনেও অভিনয় করছেন তিনি। কিন্তু এবার তাকে দেখা যাবে সিনেমায়। এ মাসেই ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ’এ মুক্তি পাবে এই ওয়েব ফিল্মটি। ছবিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন নায়িকা বিদ্যা সিনহা মিম।
এই ওয়েব ফিল্মটির নাম ‘হোয়াট দ্য ফ্রাই’। এটি পরিচালনা করছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। সম্প্রতি এই ছবিটার ট্রেলারও প্রকাশ করা হয়েছে।
ওই ট্রেলারে দেখা যায়, ফেসবুকে আত্মহত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যান মিম। এরপর তার সঙ্গে প্রীতমের পরিচয় হয়। সেলিব্রেটি মিমকে চেনন না প্রীতম। এর মধ্যে হঠাৎ করে মিমের প্রেমিক ইরেশ যাকের হাজির হয়। তার হাত থেকে বাঁচতে পাঁচ মিনিটের মধ্যে প্রীতমকে প্রেমিক হিসেবে ঘোষণা করেন মিম।
এ বিষয়ে অনম বিশ্বাস জানান, গত মাস ৮ তারিখে এই ছবিটির শুটিং শুরু হয়েছিল। পুরো কাজ এখনো শেষ হয়নি। ৪০ মিনিট দৈর্ঘ্যের এই ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ’র জন্য তৈরি হয়েছে।
তিনি আরো জানান, আগামী ৯ জানুয়ারিতে এই ছবিটি অবমুক্ত করা হবে। এতে চিত্রতারকা শামা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার বাশারের জীবনের গল্প তুলে ধরা হয়েছে।
বাংলা/এনএস