মাশরাফি বিন মর্তুজা। ফাইল ছবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য প্রাথমিক ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে এই দলে সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে রাখা হয়নি। তবে এই সিরিজে মাশরাফিকে না নেয়ার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
৪ জানুয়ারি, সোমবার দুপুরে এক বিবৃতির মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ বিষয়ে মিনহাজুল আবেদীন জানান, আগামী বিশ্বকাপের কথা চিন্তা করেই মাশরাফিকে এই সিরিজে রাখা হয়নি। ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে সব পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট। তাই নির্বাচক কমিটিসহ সবার সম্মিলিত সিদ্ধান্তেই তাকে বাদ দেয়া হয়েছে।
বিসিবির’র ঘোষিত ২৪ সদস্যের ওয়ানডে দলে রয়েছেন- তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলী চৌধুরী, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মেহেদি হাসান ও রুবেল হোসেন।
জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজ দিয়ে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান মাশরাফি। এরপর থেকেই তার অবসরে যাওয়া নিয়ে আলোচনা-জল্পনা শুরু হয়। তবে নেতৃত্ব ছেড়ে দিলেও খেলা চালিয়ে যেতে চান বলে জানিয়েছিলেন মাশরাফি।
বাংলা/এনএস