জুলিয়ান অ্যাসাঞ্জ। ফাইল ছবি
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে (৪৯) যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে না ব্রিটেন। ৪ জানুয়ারি, সোমবার লন্ডনের একটি আদালত এই বায় দিয়েছে। অ্যাসাঞ্জের মানসিক ও স্বাস্থ্যগত অবস্থার অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্রে আত্মহত্যার ঝুঁকির থাকায় এই রায় দেন আদালত।
জেলা জজ ভেনেসা ব্যারাইস্টার সোমবার সকাল ১০টায় ওল্ড বেইলি আদালতে আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। ওই রায়ে বলা হয়, উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা যাবে না।
তবে, তাকে প্রত্যর্পণে আপিলের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে, অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণে ওয়াশিংটন কর্তৃপক্ষ লন্ডনের কাছে একটি অন্তর্বর্তীকালীন গ্রেপ্তারি পরোয়ানা পাঠায়।
অ্যাসাঞ্জ ২০১০-২০১১ সালে হাজারো নথি ফাঁস করে আলোচনায় আসেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি, অ্যাসাঞ্জ আইন ভঙ্গ করে উইকিলিকসে গোপন তথ্য ফাঁস করেন। তবে অ্যাসাঞ্জ বলেন, তার মামলা নিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা হয়েছে।
প্রসঙ্গত, ২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন জুলিয়ান অ্যাসাঞ্জ। ২০১৯ সালের এপ্রিলে রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় ইকুয়েডর। ওইদিনই তাকে জামিন শর্ত ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করে ব্রিটিশ আদালত। এরপর থেকে বেলমার্শ নামক কুখ্যাত কারাগারে সাজা ভোগ করছেন অ্যাসাঞ্জ।
এ সময় অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সরকারি কম্পিউটার হ্যাক ও গুপ্তচর আইন লঙ্ঘনসহ ১৮টি অভিযোগ আনে মার্কিন প্রশাসন। আর অভিযোগ প্রমাণিত হলে তার ১৭৫ বছরের সাজা হতে পারে। কিন্তু বিশেষজ্ঞদের মতে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হলে অ্যাসাঞ্জকে হত্যা করা হতে পারে।
বাংলা/এনএস