ছবি : বাংলা
কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারে ৫৯৭ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে র্যাব। গতকাল ৪ জানুয়ারি, সোমবার রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাংলাবাজার এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন—কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার পিপলিয়া বাজার এলাকার মোহাম্মদ সোহাগ (২২) ও একই জেলার জোন কানন ইউপির কালিকুর দোকান এলাকার সবুজ মিয়া (২০)।
কক্সবাজার র্যাব-১৫ এর উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, ফেনসিডিলের বড় একটি চালান কক্সবাজারে প্রবেশ করবে এমন খবরে বাংলাবাজারে তল্লাশিকালে তাদের এসব ফেনসিডিলসহ আটক করা হয়।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
বাংলা/টিএ/এসএ/