ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি : সংগৃহীত
রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী ও পাঁচ মাস বয়সী শিশু সন্তানকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে মাদকাসক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গতকাল ৪ জানুয়ারি, সোমবার গভীর রাতে উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় মর্মান্তিক এই হত্যাকাণ্ড ঘটে। আজ ৫ জানুয়ারি, সোমবার ভোরে ঘাতক ফিরোজকে রাজধানীর দারুসসালাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহতরা হলেন—ফিরোজের স্ত্রী পলি খাতুন (২০) ও তাদের শিশুকন্যা ফারিয়া (৫ মাস)।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করে রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, সংবাদ পেয়ে ভোররাতেই ঘটনাস্থলে গেছেন পুলিশ সদস্যরা। তারা নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, ঘাতক ফিরোজকে রাজধানীর দারুসসালাম এলাকা থেকে গ্রেপ্তারের পর পুঠিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে।
বাংলা/এসএ/